আজ- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ১১:০৭

টাঙ্গাইলে দেড় হাজার কেজি চোরাই রাবার উদ্ধার

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মধুপুর উপজেলার ধরাটি খালপাড় এলাকায় রোববার(১১ জুলাই) ভোরে অভিযান চালিয়ে এক হাজার ৪৭০ কেজি চোরাই রাবার উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব-১২)। করা হয়।

র‌্যাব-১২’র সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিপিসি-৩’র স্কোয়াড কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমানের নেতৃত্বে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর উপজেলার ধরাটি গ্রামের খালপাড়ে অভিযান চালিয়ে এক হাজার ৪৭০ কেজি চোরাই রাবার উদ্ধার করেছে। উদ্ধারকৃত রাবারের মূল্য প্রায় দুই লাখ ৯৪ হাজার টাকা।

অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫০ লিটার চোলাই মদ সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার(১১ জুলাই) সকালে টাঙ্গাইল সদর উপজেলার মাদারজানী গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার শাহজাহান শিকদারের ছেলে আজাহার শিকদার এবং টাঙ্গাইল শহরের কলেজপাড়ার শুকলাল রবিদাসের মেয়ে ফুলকুমারী। পরে তাদের নামে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno