আজ- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৮:৫৮

টাঙ্গাইলে নকল ওষুধ সহ বিক্রেতা গ্রেপ্তার

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল শহরের সাবালিয়া চরজানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ সহ এসএম আক্তার আলী(৬০) নামে এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার(২৪ মার্চ) দুপুরে সাবালিয়া চরজানা এলাকার মো. শাহীন মিয়ার তিনতলা ভবনের নিচতলা থেকে নকল ওষুধ জব্দ ও তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এসএম আক্তার আলী ঢাকার সুত্রাপুর থানার শুকলালদাস লেনের মৃত শওকত আলীর ছেলে।

র‌্যাব-১২ জানায়, সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমানের নেতৃত্বে একদল র‌্যাব গোপনে খবর পেয়ে সাবালিয়া চরজানা এলাকার ওই ভবনে অভিযান চালায়।

অভিযানে নকল ৪০০ প্যাকেট সেফ-৩ ক্যাপসুল, ১৪০ প্যাকেট রিভোট্রিল ক্লোনাজেপাম ট্যাবলেট, ১০০ প্যাকেট সেকলো ২০ ট্যাবলেট, ৩০ প্যাকেট মনটেয়ার ১০ ট্যাবলেট এবং ৪০ প্যাকেট এজিথ্রোমাইসিন-৫০০ ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় নকল ওষুধ মজুদ রেখে বিক্রির অভিযোগে এসএম আক্তার আলীকে গ্রেপ্তার করা হয়।


র‌্যাব-১২ আরও জানায়, টাঙ্গাইল শহরের সাবালিয়া চরজানা এলাকার ওই ভবনের নিচতলা ভাড়া নিয়ে বসবাসের পাশাপাশি এসএম আক্তার আলী নকল ওষুধের ব্যবসা করতেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno