আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  সকাল ৯:১৯

টাঙ্গাইলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নেই চার মাস

 

‌দৃষ্টি নিউজ:

consumer-courtটাঙ্গাইলের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে(স্পেশাল ট্রাইব্যুনাল) বদলী জনিত কারণে বিচারক নেই দীর্ঘ চার মাস যাবত। ফলে বিচার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, মামলার জট বাড়ছে।
আদালত সূত্রে জানা যায়, টাঙ্গাইলের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক(জেলা জজ) শরীফ উদ্দিন আহমেদ চলতি বছরের ২ ফেব্রুয়ারি জেলা ও দায়রা জজ হিসেবে মাদারিপুর জেলায় বদলী হওয়ায় পদটি শূন্য হয়। এ সময় জেলা জজ মো. রবিউল হাসান ভারপ্রাপ্ত বিচারক হিসেবে শুধুমাত্র জরুরি কাজগুলো সম্পন্ন করছেন। এরপর থেকে অদ্যাবদি পদটি শূন্যই রয়েছে। ফলে এ ট্রাইব্যুনালে বিচারাধীন প্রায় ২ হাজার ৫০০ মামলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিচারকের অভাবে মামলাগুলো আটকে থাকায় মামলা সংশ্লিষ্টরা দিনের পর দিন নির্ধারিত তারিখে ভোরে আদালতে এসে বিকালে নয়া তারিখ নিয়ে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন। এছাড়া পলাতক আসামীদের হাজিরার বিজ্ঞপ্তিগুলো পত্রিকায় প্রকাশ করা সম্ভব হচ্ছেনা এবং এ ট্রাইব্যুনালের স্টেশনারী দ্রব্যাদি ক্রয়ে অর্থাভাবও দেখা দিয়েছে। বিচার সংশ্লিষ্টরা অনতিবিলম্বে এ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের দাবি জানিয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno