আজ- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ১:৫৫

টাঙ্গাইলে নির্বাচনী প্রচারে বাধা ও মিথ্যা মামলার প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল-৫ (সদর) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ছানোয়ার হোসেন এমপি মঙ্গলবার(২৬ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী প্রচারণায় বাধা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।


টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আওয়ামী মনোনীত নৌকার প্রার্থী অ্যাডভোকেট মামুন অর রশিদ প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, তার নির্বাচনী প্রচারে বাধা, নির্বাচনী অফিস ভাঙচুর এবং মিথ্যা মামলায় তার কর্মীদের হয়রানী করছেন।


লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার অনুমতি ও সমর্থনে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচন উৎসবমুখর করার লক্ষে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন। কিন্তু নির্বাচনের উৎসবমুখর পরিবেশকে বিনষ্ট করার জন্য একটি মহল অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় নির্বাচনী অফিস ভাংচুর, অগ্নিসংযোগ, কর্মীদের শারিরীক নির্যাতন-মারধর, পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা ও পোস্টার সাটাতে বাধা প্রদান করা হচ্ছে। এছাড়াও চিহ্নিত সন্ত্রাসী দিয়ে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও গোলাগুলির ঘটনাও ঘটছে।


এ সব ঘটনায় লিখিতভাবে জেলা রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচনী অপরাধ অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগ করা হয়েছে বলেও জানান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী মো. ছানোয়ার হোসেন এমপি।


প্রকাশ, ২৪ ডিসেম্বর রাতে টাঙ্গাইল-৫(সদর) উপজেলার যুগনী এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী মামুন অর রশীদের সমর্থকদের ওপর গুলির ঘটনা ঘটে। এতে বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী এমদাদুল হক ও সিয়াম গুলিবিদ্ধ হন। তাদের প্রথমে টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনের বাবা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনের নামে মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে ওই মামলায় পুলিশ আব্দুর রাজ্জাক ও আকাল মিয়া ওরফে আকালু নামে দুইজন এবং রাজধানীর উত্তরা থেকে র‌্যাব ফারুক হোসেন ও কামরুল নামে দুইজনকে গ্রেপ্তার করেছে। তারা সবাই ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ছানোয়ার হোসেন এমপির কর্মী।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno