আজ- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সন্ধ্যা ৭:৩৪

টাঙ্গাইলে পাঁচ দিনব্যাপী বইমেলা শুরু

 

দৃষ্টি নিউজ:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বই পড়ার প্রতি সাধারণ মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা জাগানোর লক্ষে টাঙ্গাইলে পাঁচ দিনব্যাপী ‘অমর একুশে বই মেলা’ শুরু হয়েছে।

শনিবার(১৭ ফেব্রুয়ারি) বিকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বেলুন উড়িয়ে ওই বইমেলার উদ্বোধন করেন, ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।


জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা পরিষদের প্রধান নির্বাহী খোন্দকার ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

এতে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


উল্লেখ্য, ‘অমর একুশে বই মেলা’ আগামি ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মেলায় ৫৫ টি স্টল অংশগ্রহণ করেছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno