আজ- ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  ভোর ৫:১৩

টাঙ্গাইলে পাসপোর্ট অফিসের ১৩ দালাল দন্ডিত

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলে পাসপোর্ট অফিসের ১৩ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার(১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনিম শাওন এ দন্ডাদেশ দেন। এর আগে বিকালে টাঙ্গাইল পাসপোর্ট অফিসের আশপাশ থেকে তাদেরকে আটক করা হয়।
দন্ডপ্রাপ্তরা হচ্ছেন- শহিদুল ইসলাম(৫০), আলাউদ্দিন(৩২), কামরুল হাসান সাগর(২৫), মো. শাহিন(৪৫), আব্বাস উদ্দিন(৬০), মজনু খান(৫২), আবু সাঈদ(৩২), ইবনে সাঈদ(৫০), হারুনুর রশিদ(৪৮), শাহিন মিয়া(৩৫), তোতা মিয়া(৫০), মজিবর রহমান(৫০) এবং সায়মন আহমেদ বিপ্লব(৩৮)। দন্ডপ্রাপ্তদের বাড়ি টাঙ্গাইলের বিভিন্ন স্থানে।

এ বিষয়ে জেলা গোয়ান্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) এসআই আশরাফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাসপোর্ট অফিসের আশপাশ থেকে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডের আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে পাসপোর্স অফিসে দালালি করে আসছিল বলেও জানান তিনি। ভ্রাম্যমান আদালতের এ অভিযানে সহযোগিতা করে জেলা গোয়ান্দা পুলিশ (ডিবি)।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno