আজ- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ২:৩৪

টাঙ্গাইলে প্রকৌশলীদের মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অযৌক্তিক আদেশ প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার(১০ ফেব্রুয়ারি) টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), বিসিএস পাবলিক ওয়ার্ক ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।


ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিুকল ইসলাম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক (প ও স সার্কেল) প্রকৌশলী ওবায়দুল ইসলাম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, আইইবি

টাঙ্গাইল উপকেন্দ্রের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক খন্দকার সাইদ আল খালিদ সোপান, সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সজল কুমার সরকার, সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম, গণপূর্তের উপসহকারী প্রকৌশলী কাজী তাজিন প্রমুখ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno