আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  রাত ১০:৫৮

টাঙ্গাইলে বন্যার আগাম কার্যক্রম বিষয়ক কর্মশালা

 

দৃষ্টি নিউজ:

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে টাঙ্গাইলে বন্যার আগাম কার্যক্রম বাস্তবায়নে নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জার্মান রেডক্রসের অর্থায়নে পূর্বাভাস ভিত্তিক প্রকল্পের আওতায় শনিবার(৬ জুলাই) টাঙ্গাইলের এলেঙ্গা রিসোর্টে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান জাফর আহমেদের সভাপতিত্বে কর্মশালায় অংশ নেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উপ-মহাসচিব রফিকুল ইসলাম, ডিআরএম এর পরিচালক বেলাল হোসেন, ম্যানেজিং বোর্ডের সদস্য রবীন্দ্র মোহন সাহা, টাঙ্গাইল ইউনিটের সাধারণ সম্পাদক এমএ রৌফ, প্রকল্প সমন্বয়কারী শাহজাহান প্রমুখ।
কর্মশালায় টাঙ্গাইল, পাবনা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, জামালপুর ও শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক, ইউনিট অফিসার ও যুবস্বেচ্ছাসেবকসহ ৩৬ জন অংশ গ্রহণ করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno