আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ১০:৫৬

টাঙ্গাইলে বন্যার পানি কমছে- বাড়ছে রোগ বালাই

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে যমুনাসহ জেলার সব নদীর পানি কমতে শুরু করলেও বিপদৎসীমার ওপর দিয়ে এখনও প্রবাহিত হচ্ছে। ফলে পানি বাহিত রোগ-ব্যাধি বাড়ছে।


টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, শনিবার(২৫ জুন) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েণ্টে ৩০ সেণ্টিমিটার কমে বিপৎসীমার ৭ সেণ্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পুংলী নদীর পানি জোকারচর পয়েণ্টে ২৯ সেণ্টিমিটার কমে বিপৎসীমার ১৮ সেণ্টিমিটার এবং ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েণ্টে ১৭ সেণ্টিমিটার কমে বিপৎসীমার ১৪ সেণ্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, এরআগে গত বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েণ্টে ১৫ সেণ্টিমিটার কমে বিপৎসীমার ৩৭ সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া পুংলী নদীর পানি জোকারচর পয়েণ্টে ১২ সেণ্টিমিটার কমে বিপৎসীমার ৪৭ ও ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েণ্টে ২ সেণ্টিমিটার কমে বিপৎসীমার ৩১ সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।


এদিকে, নদীগুলোর পানি কমতে থাকলেও বন্যা কবলিত এলাকাগুলোতে পানি বাহিত রোগ বালাই দেখা দিয়েছে। শিশু ও বয়স্করা ঠান্ডা জনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে। উপদ্রুত এলাকায় এখনও সরকারি কোন ত্রাণ সামগ্রী পৌঁছেনি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno