আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  দুপুর ১:৩৮

টাঙ্গাইলে বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:


‘বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞান মনস্ক জাতি গঠনের নিয়ামক শক্তি’ এই প্রতিপাদ্যে টাঙ্গাইলে বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ওই বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান। বিদ্যালয়ের শিক্ষকরা সেমিনারে বক্তব্য রাখেন। শেষে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় বিন্দুবাসিনী বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno