আজ- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  দুপুর ১২:৪৫

টাঙ্গাইলে বিশেষ নিরাপত্তায় র‌্যাব

 

দৃষ্টি নিউজ:


বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার নামে দায়ের কৃত ‘জিয়া অরফানেজ ট্রাস্ট’ দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে টাঙ্গাইলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মঙ্গলবার(৬ ফেব্রুয়ারি) সকাল থেকে টাঙ্গাইলে কর্মরত র‌্যাব ওই ব্যবস্থা গ্রহন করে।
টাঙ্গাইল র‌্যাব-১২’র সিপিসি-৩ নম্বর কোম্পানীর উপ-পরিচালক ও অপারেশন কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, আগামি ৮ ফেব্রুয়ারি ওই মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলার অভ্যন্তরে যাতে কোন প্রকার সহিংসতা, মারামারি, ভাংচুর, অগ্নিসংযোগ ও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেলক্ষ্যে র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইল কোম্পানীর নিয়মিত টহল জোরদার সহ বিশেষ টহল এবং গোয়েন্দা নজরদারী আরো জোরদার করা হয়েছে। টাঙ্গাইল জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ টহল, তল্লাশী ও নজরদারী অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno