আজ- ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  রাত ১:৪১

টাঙ্গাইলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ

 

দৃষ্টি নিউজ:


‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি’ এ প্রতিপাদ্যে টাঙ্গাইলে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৫ জুন) টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন । বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ, সিভিল সার্জন শরীফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, স্থানীয় সরকারের উপ-পরিচালক শরীফ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশরাফুল মমিন খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ। আলোচনা শেষে বিশ্ব পরিবশ দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno