আজ- ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  রাত ১:২০

টাঙ্গাইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

 

দৃষ্টি নিউজ:

‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’ প্রতিপাদ্যে মঙ্গলবার(১৫ মার্চ) টাঙ্গাইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা ও সংশ্লিষ্ট বিষয়ে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনি।


টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচ্য বিষয় উপস্থাপন করেন- টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিম।


অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন ডা. ফারজানা তাহের মুনমুন, টাঙ্গাইল জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক তাহলিমা জান্নাত প্রমুখ।


অনুষ্ঠানে বিসিক টাঙ্গাইল, ক্যাব, বিভিন্ন বাজার বণিক সমিতি, বিভিন্ন পেট্রোল পাম্প মালিক সমিতি ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে অভিযোগ দায়ের এবং অপরাধ ও দ-ের বিধান বিষয়ে আলোচনা করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno