আজ- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  দুপুর ১:১৩

টাঙ্গাইলে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

 

দৃষ্টি নিউজ:


‘নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে’ এই স্লোগানে টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব যক্ষা দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার(২৪ মার্চ) সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয়, ডেমিয়েন ফাউন্ডেশন-টিটিএলসিপি এবং নাটাব টাঙ্গাইল জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ আলী।
বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ ইবনে সাঈদ, টাঙ্গাইল জেলা নাটাব’র সাধারণ সম্পাদক ডা. শম্ভুনাথ চক্রবর্তী, ডেমিয়েন ফাউন্ডেশনের কনসালটেন্ট ডা. মো. তৌফিক হাসান, প্রকল্প পরিচালক কবির মো. মনিরুল আজম খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, টাঙ্গাইল জেলা নাটাব’র নির্বাহী সদস্য কবি আল রুহী।
এছাড়া অনুষ্ঠানে টাঙ্গাইল মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno