আজ- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৪:৫৪

টাঙ্গাইলে ভুয়া ওষুধের কারখানা সিলগালা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার সাকরাইল গ্রামে মেসার্স এভারগ্রীন ল্যাবরেটরীজ (আয়ু) নামে একটি ভুয়া ওষুধের কারখানায় অভিযান চালিয়ে সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।

এছাড়া রেজিস্ট্রেশনবিহীন ওষুধ ও নকল লেভেল তৈরি এবং অনুমোদনহীন কেমিকেল ব্যবহার করায় প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী ডা. মো. আজিজুল হককে এক বছরের কারাদন্ড ও দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার(২৬ নভেম্বর) বিকালে ওই রায় দেন। এ সময় র‌্যাব-১২’র সিপিসি-৩(টাঙ্গাইল) এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান সহ র‌্যাব সদস্যরা অভিযানে অংশ নেন।

র‌্যাব-১২’র সিপিসি-৩(টাঙ্গাইল) এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স এভারগ্রীন ল্যাবরেটরীজ(আয়ু) নামক ওষুধ তৈরির ভুয়া প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

এসময় বিপুল পরিমাণ বিভিন্ন ধরণের রেজিস্ট্রেশনহীন ওষুধ, নকল লেভেল ও অনুমোদনহীন কেমিকেল পাওয়া যায়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno