আজ- ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  রাত ১:৪১

টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া বাজারে রোববার(২৬ নভেম্বর) তদারকিমূলক অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করায় খন্দকার ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।


জানা যায়, সদর উপজেলার করটিয়া বাজারে খন্দকার ট্রেডার্স নামীয় একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান অবৈধ প্রক্রিয়ায় নকল আঠা-সুপার গ্লু নিজেরা বোতলজাত করে লেভেল লাগিয়ে বিক্রি করছিল।

রোববার অভিযান চালিয়ে খন্দকার ট্রেডার্সকে প্রশাসনিক ব্যবস্থায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম ও জেলা পুলিশ সহায়তা করে।


অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে প্রচারণা সহ ব্যবসায়ীদের ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno