আজ- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৬:২৯

টাঙ্গাইলে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তারে উদ্বোধন

 

দৃষ্টি নিউজ:

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

রোববার(২৪ জুলাই) সকালে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা জেলা মৎস্য অফিস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দৃষ্টিনন্দন ডিসি লেক- এ বিভিন্ন প্রজাতির ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।


জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে জাতীয় মৎস্য দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন এমপি।


আলোচনা সভায় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রাশেদ,

সহকারী পরিচালক মো. মাহবুব হোসেন, টাঙ্গাইল সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আইয়ুব আলী, খামার ব্যবস্থাপক মো. মঞ্জুরুল হক প্রমুখ অংশ নেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno