আজ- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ১:১২

টাঙ্গাইলে মা ইলিশ ধরায় ১৮ জেলের কারাদণ্ড

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদী থেকে মা ইলিশ ধরায় ১৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৩০ কেজি ইলিশ মাছ ও ৩০ হাজার মিটার কারেণ্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।

বুধবার(২১ অক্টোবর) বিকালে জেলা প্রশাসনের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজজামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দণ্ড দেওয়া হয়।

জানা যায়, মা ইলিশের নিরাপদ বিচরণ ও ডিম ছাড়ার জন্য গত ১৪ অক্টোবর থেকে আগামি ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন সাগরের মোহনা এবং ইলিশ চলাচলকারী নদ-নদীতে সব ধরণের মাছ ধরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সে নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় মা ইলিশ ধরায় মঙ্গলবার(২০ অক্টোবর) দিনগত রাতভর অভিযান পরিচালনা করে ১৮ জেলেকে আটক করা হয়। পরে বুধবার একজনকে এক মাস এবং বাকিদের ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ম্যাজিস্ট্রেট মো. রোকনুজজামান জানান, দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১৮ জেলেকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া জব্দকৃত ৩০ কেজি ইলিশ মাছ শিশু পরিবার বালক ও বালিকায় বিতরণ করা হয়েছে এবং ৩০ হাজার মিটার কারেণ্ট জাল পুড়িয়ে ধংস করে দেওয়া হয়েছে।

এ ধরনে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno