আজ- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ১০:৫৬

টাঙ্গাইলে যৌনকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে কর্মহীন হয়ে পড়া যৌনপল্লীর কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহার বিতরণ করা হয়েছে।

রোববার (২৫ এপ্রিল) সকালে শহরের কান্দাপাড়া যৌনপল্লীতে জেলা প্রশাসন এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি ওই উপহার সামগ্রী বিতরণ করেন।

এছাড়া স্থানীয় লেডিস ক্লাবের উদ্যোগে যৌনপল্লীর শিশুদের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছে।

উপহার সামগ্রী বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন, সহাকারী কমিশনার (ভূমি) মো. খায়রুল ইসলাম, ডেপুটি নেজারত কালেক্টরেট (এনডিসি)

আনোয়ার হোসেন, সিনিয়র সহকারী কমিশনার মোছা. নুর নাহার বেগম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, পৌরসভার কাউন্সিলর মো. মামুন জামান সজল, মেহেদী হাসান আলীম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় টাঙ্গাইল যৌনপল্লীর ৫৫০ পরিবারের মাঝে ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, এক কেজি ছোলা, এক কেজি চিনি, এক কেজি লবণ বিতরণ করা হয়।

এছাড়া স্থানীয় লেডিস ক্লাবের উদ্যোগে এ সময় আসন্ন ঈদুল ফিতরে নতুন জামা কেনার জন্য ১২০জন শিশুকে নগদ ৫০০ টাকা করে দেওয়া হয়।

উপহার সামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, করোনাভাইরাসের কারণে প্রান্তিক পর্যায়ের মানুষ সাময়িকভাবে কষ্টে পড়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে যৌন কর্মীরাও রয়েছেন।

সরকার মানবিক বিবেচনায় যৌন কর্মীসহ সকল শ্রেণি-পেশার প্রান্তিক মানুষ- যারা অর্থকষ্টে আছে তাদের জন্য মানবিক সহায়তা বরাদ্দ দিয়েছে। এরই অংশ হিসেবে টাঙ্গাইলের যৌন পল্লীতে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, করোনায় কর্মহীনদের জন্য টাঙ্গাইলে সব মিলিয়ে ১৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ঈদের আগে প্রায় সাত লাখ মানুষের হাতে প্রধানমন্ত্রীর সহায়তা জনপ্রতিনিধিদের সাথে নিয়ে কর্মহীনদের হাতে পৌঁছে দেওয়া হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno