আজ- ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  রাত ১২:৫১

টাঙ্গাইলে ‘রঙ ও রেখায় বর্ণিল স্বাধীনতা’ উৎসব

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ত্রায়ক’-এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন উৎসব ‘রঙ ও রেখায় বর্ণিল স্বাধীনতা’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৬ মার্চ) সন্ধ্যায় সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের চারু ও কারুকলা বিষয়ক শিক্ষক রেজাউল করিম স্বপন। এ সময় ত্রায়কের নেতৃত্বস্থানীয় সদস্যবৃন্দ সহ উপদেষ্টা-লী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহরের বিভিন্ন স্কুলের ১২০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এরমধ্যে পাঁচটি বিভাগে মোট ১৫ জন প্রতিযোগিকে পুরস্কৃত করা হয়।
উল্লেখ্য, ২০০৯ সাল থেকে ত্রায়ক নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno