আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  রাত ২:০৩

টাঙ্গাইলে লক ডাউন না মানায় ১৭ ব্যক্তির জরিমানা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে লকডাউন না মেনে দলবদ্ধ ভাবে শহরে ঘোরাফেরা করায় ১৭জনকে ১৮হাজার ৫০০টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার(১৬ এপ্রিল) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩ এর একটি দল ওই অভিযান চালায়।

টাঙ্গাইল পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ডে লকডাউন না মেনে অপ্রয়োজনে শহরে ঘোরাফেরা করায় ১০ জনকে নগদ দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করে জরিমানা আদায় পূর্বক সর্তক করা হয় এবং মির্জাপুর উপজেলায় অভিযান চালিয়ে ৭ জনকে নগদ ১৬ হাজার ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করে জরিমানার অর্থ আদায় পূর্বক সর্তক করা হয়।

প্রকাশ, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ৭এপ্রিল টাঙ্গাইল জেলাকে লক ডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু সাধারণ মানুষ নানা অজুহাতে ঘরের বাইরে বের হচ্ছে। বার বার জেলা প্রশাসন, পুলিশ ও র‌্যাবের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ জনসচেতনতা বৃদ্ধিতে সর্তক করলেও মানুষ মানছেনা।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno