আজ- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সন্ধ্যা ৭:২২

টাঙ্গাইলে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ১২টি উপজেলার এক হাজার ২৪০টি মণ্ডপে বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শুক্রবার(১৫ অক্টোবর) পাঁচদিন ব্যাপী দুর্গোৎসবের সমাপ্তি ঘটেছে।


দুর্গোৎসবের বিজয়া দশমীতে যে কোন প্রকার নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশি টহল জোরদার করা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন ব্যক্তিরা বিভিন্ন পূজা মণ্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করেন। এছাড়া শহরের প্রধান প্রধান সড়কে বর্ডারগার্ড বাংলাদেশে(বিজিবি) সদস্যদেরও টহল দিতে দেখা যায়।


এদিকে শুক্রবার সকালে হিন্দু সম্প্রদায়ের সকল বয়সী নারী-পুরুষ দেবী দুর্গাকে বিদায় জানাতে বিসন্ন হৃদয়ে মণ্ডপে উপস্থিত হয়ে দেবী দুর্গার দশমী পূজায় অংশ নেন।

পূজার আনুষ্ঠানিতা শেষে দর্পণ বিসর্জন দেওয়া হয়। ভক্ত ও পূজারিরা নিজেদের মধ্যে প্রণাম ও বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন।


এ সময় সারা বিশ্ব থেকে করোনাভাইরাসসহ সকল অশুভ শক্তিকে বিদায় দিয়ে শান্তির সুবাতাস বইয়ে দেওয়ার জন্য দেবী দুর্গার কাছে পূজারিরা প্রার্থণা করেন। শুক্রবার বিকালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno