আজ- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৯:৫৩

টাঙ্গাইলে শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট ‘হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’র ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার(২৮ জানুয়ারি) টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে ইউনিসেফ ও হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহযোগিতায় শিশু সাংবাদিকতার দিনব্যাপী ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।


টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।


এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য এসএম আওয়াল মিয়া, রেজাউল করিম ও আব্দুল্লাহ আল নোমান।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, হ্যালো বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-সম্পাদক সাদিক ইভান। পরে সাদিক ইভান পুরনো প্রশিক্ষিত ১০ জন শিশু সাংবাদিকদের ফলোআপের ওপর দিনব্যাপী আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের টাঙ্গাইল প্রতিনিধি মোল্লা তোফাজ্জল।


কর্মশালায় পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর শিশু সাংবাদিকদের ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার তাগিদ দিয়ে বলেন, সাংবাদিকদের কাজ হচ্ছে দেশ, জাতি ও দেশের মানুষদেরকে ভালো রাখা। তাদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা। শিশুদের সমস্যাগুলো শিশুরা যেভাবে উপলব্ধি করবে অন্যরা তা পারবে না। শিশুদেরকে নিয়ে এধরনের কর্মশালার আয়োজন করায় হ্যালো বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমকে ধন্যবাদ জানান মেয়র।


প্রশিক্ষক সাদিক ইভান মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে কর্মশালায় হাতেকলমে প্রশিক্ষণ দেন।


এর আগে ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী কর্মশালায় টাঙ্গাইল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী অংশ নেয়। দ্বিতীয় পর্যায়ে ১০ জন শিশুকে ফলোআপ প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno