আজ- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৩:১৩

টাঙ্গাইলে সরকারি নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের অভিযান

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে।

এরই অংশ হিসেবে শুক্রবার(১৬ এপ্রিল) বিকালে শহরের পাঁচআনি ও ছয়আনি বাজারে টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খাইরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়।

অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশের কারণে পাঁচআনি বাজারে এক মিষ্টি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা ও সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ছয়আনি বাজারে

এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা এবং ছয়আনি বাজারে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করার কারণে একজনকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খাইরুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে লকডাউন পরিস্থিতিতে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno