আজ- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ১:৩৩

টাঙ্গাইলে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে ‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মে টেকসই বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাত দিন ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

রোববার(২৪ জুলাই) র‌্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন এমপি মেলার উদ্বোধন করেন।


টাঙ্গাইল জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বনবিভাগ শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ওই মেলার আয়োজন করে।

জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান।


উদ্বোধনী অনুষ্ঠানে সামাজিক বনায়নের উপকারভোগী ৯ জনের মাঝে লভ্যাংশের ২৯ লাখ ৪৫ হাজার ৪১৫ টাকার চেক বিতরণ করা হয়। মেলায় ৪০টি নার্সারী অংশগ্রহণ করছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno