আজ- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ১:২৯

টাঙ্গাইলে সিটি ব্যাংকের উদ্যোগে ত্রাণ বিতরণ

 

দৃষ্টি নিউজ:

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা কর্মহীন মানুষের মাঝে সিটি ব্যাংকের অর্থায়নে ও জেলা পুলিশের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(১৬ এপ্রিল) সকালে স্থানীয় তৃতীয় লিঙ্গের(হিজড়া) মানুষ, বেদে পল্লীসহ এক হাজার ৮০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করে বলেন, টাঙ্গাইল জেলায় সিটি ব্যাংকের অর্থায়নে ৬ হাজার কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী দেয়া হচ্ছে। প্রত্যেককে ১০ কেজি চাল, তিন কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, দুই কেজি ডাল ও এক কেজি লবণ দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিটি ব্যাংক টাঙ্গাইল শাখার ম্যানেজার কাজী রোমান আল রাজি, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, মো. শাহীনুল ইসলাম ফকির, রেজাউর রহমান রেজা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) দক্ষিণের ওসি শ্যামল কুমার দত্ত, টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন প্রমুখ।

প্রকাশ, দেশে করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া বিপন্ন ও অসহায় পরিবারগুলোর কাছে সিটি ব্যাংক খাদ্য সাহায্য পৌঁছে দিচ্ছে। সারাদেশে আটটি সেণ্টারের মাধ্যমে ২০ হাজার দুঃস্থ পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছানো হচ্ছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno