আজ- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৮:৫৬

টাঙ্গাইলে সেনাবাহিনীর কাজ শুরু

 

দৃষ্টি নিউজ:

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সিভিল প্রশাসনকে সহায়তার জন্য টাঙ্গাইল জেলা সদর সহ ১২টি উপজেলায় সেনাবাহিনী কাজ শুরু করেছে।

মঙ্গলবার(২৪ মার্চ) সকালে ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের লে. কর্নেল সোহেলের নেতৃত্বে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সাথে মতবিনিময় করেন।

সভায় স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার বিভিন্ন দিক নিয়ে সেনা প্রতিনিধি দল আলোচনা করেন। এ সময় টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোশারফ হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে জেলা সদর সহ ১২টি উপজেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনাবাহিনী কার্যক্রম শুরু করে।

এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, দেশব্যাপী করোনা (কোভিড ১৯) ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনগণের মাঝে সামাজিক দূরত্ব, রোগীদের চিকিৎসা ব্যবস্থা এবং সন্দেহ ভাজন ব্যক্তিদের কোয়ারেন্টাইন ব্যবস্থা পর্যালোচনা পূর্বক কার্যকর সহায়তা দানে জেলায় সেনাবাহিনী কাজ করবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno