আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  বিকাল ৫:৩৬

টাঙ্গাইলে স্বাস্থ্য সহকারী সহ নতুন ১১ করোনা রোগী শনাক্ত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী সহ নতুন করে আরো ১১জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগী শনাক্তের সংখ্যা ১৪৬ জনে দাঁড়াল। শুক্রবার(২৯ মে) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে মধুপুর উপজেলায় তিনজন, কালিহাতী উপজেলায় দুইজন, নাগরপুর উপজেলায় একজন, দেলদুয়ার উপজেলায় দুইজন, সদর উপজেলায় দুইজন এবং ঘাটাইল উপজেলায় একজন রয়েছেন।

সিভিল সার্জন জানান, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী সহ নতুন ১১জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে টাঙ্গাইলে আক্রান্তের সংখ্যা ১৪৬জন। আক্রান্তদের মধ্যে ১০৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও ৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আর চার জন মৃত্যুবরণ করেছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno