আজ- ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৮:৩৫

টাঙ্গাইলে হাম রুবেলা ক্যাম্পেইন অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ে সোমবার(১৬ মার্চ) বিকালে হাম রুবেলা টিকাদান বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন মোহাম্মদ ওয়াহীদুজ্জামানের সভাপতিত্বে ক্যাম্পেইনে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মঞ্জুর হাসান তালুকদার, ইপিআই কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান প্রমুখ।

ক্যাম্পেইনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ওয়াল্ড অর্গানাইজেশন নিযুক্ত জেলা কর্মকর্তা ডা. রিফাত মাহমুদ আরেফিন।

ক্যাম্পেইনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রায় ৪০ লাখ বসতিপূর্ণ টাঙ্গাইল জেলায় চলতি বছরের ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত হাম রুবেলা ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। আসন্ন ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী জেলার মোট ৭ লাখ ৭৯ হাজার ৩৪৩ শিশুকে এ টিকা প্রদান করা হবে। এ ক্যাম্পেইনে নিযুক্ত থাকবে এক হাজার ১২৪ হেলথ অ্যাসিস্টেন্ট, ৩৫১ জন সুপারভাইজার এবং তিন হাজার ১০৫ ভলাণ্টিয়ার।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno