আজ- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  সকাল ৭:৩০

টাঙ্গাইলে ২৮৫ জনের নমুনা সংগ্রহ ॥ নতুন আক্রান্ত নেই

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলায় রোববার(১২ এপ্রিল) সকাল পর্যন্ত নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয় নি। পরীক্ষার জন্য জেলার বিভিন্ন উপজেলা থেকে ২৮৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এরমধ্যে রোববার নতুন ৭০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এখন পর্যন্ত ২১৫ জনের রিপোর্ট পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে একজনের ফলাফল পজেটিভ এবং বাকিগুলো নেগেটিভ এসেছে।

সম্প্রতি ঢাকায় অপর এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়। এ নিয়ে জেলায় মোট দুই ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া হোম কোয়ারেন্টাইনে ৭৫৬, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৫৩ এবং আইসোলেশনে আছেন দুই জন।

বিগত সময়ে করোনার উপসর্গ নিয়ে আওয়ামী লীগ নেতা ও শিক্ষকসহ ৭ জনের মৃত্যু হয়েছে। এদের সবার ফলাফল নেগেটিভ, তারা কেউ করোনায় আক্রান্ত ছিলেন না।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, প্রাপ্ত নমুনার রিপোর্টে টাঙ্গাইল জেলায় এখন পর্যন্ত দুই জন আক্রান্ত হয়েছেন। তারা ঢাকায় চিকিৎসাধীন আছেন। অন্যন্য জেলার তুলনায় টাঙ্গাইল অনেক ভাল রয়েছে। জেলার ১২ টি উপজেলা থেকেই করোনা ভাইরাস শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno