আজ- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ৯:৫০

টাঙ্গাইলে ৩৫ লিটার নাইট্রিক অ্যাসিড সহ তিন জন গ্রেপ্তার

 

দৃষ্টি নিউজ:

প্রতীকী ছবি

টাঙ্গাইল শহরের ছয়আনী বাজারের অনামিকা জুয়েলার্সের সামনে বৃহস্পতিবার(১৯ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে ৩৫ লিটার নাইট্রিক অ্যাসিড সহ তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, টাঙ্গাইল সদর উপজেলার পাছবেথইর গ্রামের আনন্দ দত্তের ছেলে অনন্ত দত্ত (৪৫), একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে আব্দুল লতিফ(৩০) ও সদর উপজেলার নগর জালফৈ গ্রামের মো. কাদের মিয়ার ছেলে মো. চাঁন মিয়া(৩০)। এ সময় তাদের কাছ থেকে ৩৫ লিটার নাইট্রিক অ্যাসিড ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র‌্যাব-১২, সিপিসি-৩ এর(টাঙ্গাইল) কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গোপণে সংবাদ পেয়ে তারা ওই এলাকায় অভিযান চালিয়ে অনন্ত দত্ত, আব্দুল লতিফ ও মো. চাঁন মিয়াকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবত অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno