আজ- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৩:০০

টাঙ্গাইলে ৭৭ জনের নমুনা পরীক্ষাগারে :: ৫০ জনের রিপোর্ট নেগেটিভ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় ৭৭ জনের নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাসের পরীক্ষার জন্য ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

এরমধ্যে মঙ্গলবার(৭ এপ্রিল) সকালে নতুন করে আরো ২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। এখন পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগ ৫০ জনের রিপোর্ট হাতে পেয়েছে। এদের সবার পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিসে কর্মরত মেডিকেল অফিসার ডা. দিবস ব্যানার্জী বলেন, মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলার ৭৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এদের মধ্যে ৫০ জনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে। এরমানে এদের কেউ করোনা ভাইরাসে আক্রান্ত নন। বাকি রিপোর্টগুলো বুধবার হাতে পাওয়া যাবে। এখন পর্যন্ত ৬১ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

তিনি আরো বলেন, জেলায় জেলায় ১২টি আইসোলেশন সেন্টারে ১৩৮টি সিট শূণ্য রয়েছে। তবে ৫ জন ভর্তি হলেও তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno