আজ- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ৩:২৪

টাঙ্গাইলে ৮ দফা দাবিতে অটোরিকশা-ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে ৮ দফা দাবিতে অটোরিকশা-ইজিবাইক শ্রমিকরা সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। বুধবার(২৯ ডিসেম্বর) দুপুরে জেলা অটোরিকশা, মেট্রো রিক্সা, ট্যাক্সি ও অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ওই কর্মসূচি পালন করা হয়।

এদিকে কর্মসূচির কারণে শহরে অটোরিকশা বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।


বিশিষ্ট শ্রমিক নেতা আব্দুস ছবুরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, রিকশা-ব্যাটারি রিকশা ও ইজি বাইক চালক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক খালেকুজ্জামান লিপন, জেলা অটো রিকশা, ট্যাক্সি ও অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আব্দুল লতিফ মিয়া, সদস্য সচিব লুৎফুল কবির ও যুগ্ম-আহ্বায়ক জয়নাল আবেদীন উল্লাস প্রমুখ।


বক্তারা দাবি করেন, অটোরিকশা ও মেট্রো রিকশা বন্ধে হাইকোর্টের অন্তবর্তীকালীন আদেশ গরীবের পেটে লাথি মারা ছাড়া আর কিছু নয়। এ আদেশ বাস্তবায়ন হলে বেকার সমস্যা বৃদ্ধি পাবে। এতে চরম ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরা।

সাধারণ মানুষের ব্যয়ভার বৃদ্ধি পাবে। তাই হাইকোর্টের অন্তবর্তীকালীন আদেশ পুনঃবিবেচনার দাবি জানান বক্তারা।


সমাবেশে বিভিন্ন এলাকা থেকে সহ¯্রাধিক শ্রমিক অংশ নেন। পরে পৌর উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উদ্যানে গিয়ে শেষ হয়।


এদিকে, সমাবেশের কারণে শহরে ব্যাটারিচালিত অটোরিকশা সকাল থেকে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাতায়াতকারীরা। পাঁচ টাকার ভাড়া ১০ টাকা এবং ১০ টাকার ভাড়া ২০ টাকা দিয়ে চলাচল করতে হয়েছে। এ সুযোগে সিএনজি চালিত অটোরিকশা গুলোয় দ্বিগুণ/তিনগুণ ভাড়া নেওয়া হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno