আজ- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ১:৫২

টাঙ্গাইল কারাগারে বন্দীদের প্রশিক্ষণের উদ্বোধন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে জেলা কারগারের পুরুষ কারাবন্দীদের জন্য মৎস্য ও দর্জি এবং মহিলা কারাবন্দীদের জন্য সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার(২৫ সেপ্টেম্বর) জেলা কারাগার পরিদর্শন করার সময় ওই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন- জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কায়ছারুল ইসলাম।


জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে কারাগার পরিদর্শনের সময় কারাবন্দীদেরর জন্য মানসম্মত খাবার ও স্টোর রুমের খোঁজখবর নেন- জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কায়ছারুল ইসলাম।


এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার, সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, জেল সুপার মো. মোখলেছুর রহমান, এনডিসি মো. খায়রুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আনিসুর রহমান(দাদু ভাই), বীরমুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রকাশ, ৩২ জন পুরুষ কারাবন্দীকে দর্জি প্রশিক্ষণ, ১৫ জন মহিলা কারাবন্দীকে সেলাই প্রশিক্ষণ, ২২ জন পুরুষ কারাবন্দীকে মৎস্য প্রশিক্ষণ ও ১৫ জন্য পুরুষ কারাবন্দীকে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno