আজ- ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  সকাল ৮:৫৩

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পানি সরবরাহ শুরু

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বুধবার (২৪ মার্চ) দুপুর থেকে জরুরি ভিত্তিতে পানি সরবরাহ শুরু করা হয়েছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শফিকুল ইসলাম সজীব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পৌরসভার পানি সরবরাহের পাইপ এখনও মেরামত করা সম্ভব না হলেও গণপূর্ত বিভাগের সহায়তায় ও বিকল্প পদ্ধতিতে অস্থায়ী ভিত্তিতে সীমিত আকারে পানি সরবরাহ শুরু করা হয়েছে।

অতিদ্রুতই পৌরসভার বিকল হওয়া পানি সরবরাহের পাইপ মেরামত করা হবে বলেও জানান তিনি।

হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনরা জানায়, হাসপাতালে পানি না থাকায় তাদের নানা সমস্যা পোহাতে হয়েছে। বুধবার দুপুর থেকে আবার হাসপাতালে পানি সরবরাহ শুরু করা হয়েছে।

টাঙ্গাইল গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি ) নির্বাহী প্রকৌশলী আল আমিন মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, পৌরসভার পাইপ লাইন নষ্ট হওয়ার ফলে হাসপাতালে পানি সরবরাহ বন্ধ ছিল। বুধবার দুপুরে বিকল্প প্রদ্ধতিতে হাসপাতালে পানি সরবরাহ শুরু করা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno