আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  বিকাল ৫:৫৩

টাঙ্গাইল থিয়েটারের নাটক ’গদি’ মঞ্চস্থ

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত পাপিয়া সেলিম স্মরণে আবু আল সাইদ রচিত বক্তব্যধর্মী নাটক ‘গদি’ মঞ্চায়ন করা হয়েছে। টাঙ্গাইল করোনেশন ড্রামাটিক ক্লাবের(সিডিসি) নাট্যমঞ্চে সোমবার(১৪ মে) মঞ্চস্থ নাটকটির নির্দেশনায় ছিলেন, টাঙ্গাইলের বিশিষ্ট নাট্যজন ফারুক কোরেশী ও রতন দত্ত।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম। নাটকটি উদ্বোধন করেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম মেম্বার, বরেণ্য নাট্যাভিনেত্রী, নাট্য নির্দেশক লাকী ইনাম। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের নাট্য ব্যক্তিত্ব আলমগীর খান মেনু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভেকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অ্যাসিসটেণ্ট সেক্রেটারি জেনারেল চন্দন রেজা ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, টাঙ্গাইল থিয়েটারের সভাপতি মো. সেলিম তরফদার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, টাঙ্গাইল জেলা উদীচীর সভাপতি দেবাশীষ দেব।
অভিনয় করেছেন- আব্দুল ওয়ারেছ, মোহাম্মদ নজরুল ইসলাম, নীলা, খালেদা, মো. হাফিজুর রহমান, ফজলুল করিম, মো. সুজায়েত হোসেন, আফাজ উদ্দিন, আব্দুর রহিম, আশিক বাবু, তুলসী দাস, পিয়াল, হাবিবুর রহমান, শাহ মো. ইছরাইল, সোহাগী ও আবুল কালাম আজাদ বীরবিক্রম।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno