আজ- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সন্ধ্যা ৭:৪৯

টাঙ্গাইল পৌরসভায় পুনঃনির্বাচনের দাবিতে আইনজীবী ফোরামের মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে ভোট জালিয়াতি, কারচুপি নির্বাচনের ফলাফল বাতিল এবং পুনরায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

মঙ্গলবার(২ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল আদালত চত্ত্বরে ঘণ্টাব্যাপী ওই কর্মসূচিতে পুনরায় নির্বাচনের দাবি জানান ফোরামের নেতৃবৃন্দ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিএনপির মেয়র পদপ্রার্থী মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, টাঙ্গাইল জেলা

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট ওমরাও খান দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুর রহমান স্বপন, জেলা কৃষক দলের সাধারণ

সম্পাদক অ্যাডভোকেট শাহ জাহান কবির প্রমুখ। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আলী ইমাম তপন, টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি শফিকুল ইসলাম সহ ফেরামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ৩০ জানুয়ারি(শনিবার) অনুষ্ঠিত টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে ব্যাপক জাল ভোট, ভোট কারচুপি ও কেন্দ্র দখলের মধ্য দিয়ে ধানের শীষের প্রার্থী মাহমুদুল হক সানুকে পরাজিত করা হয়। সে কারণে বক্তারা পুনঃনির্বাচনের জোর দাবি জানান।

প্রকাশ, গত শনিবার(৩০ জানুয়ারি) টাঙ্গাইল পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম সিরাজুল হক আলমগীর নৌকা প্রতীকে ৬৬ হাজার ৬১৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। বিএনপি প্রার্থী মাহমুদুল হক সানু ধানের শীষ প্রতীকে পান ২২ হাজার ৯০০ ভোট।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno