আজ- ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  বিকাল ৪:৩১

টাঙ্গাইল-ভূঞাপুর সড়কে বাস উল্টে খাদে পড়ে আহত ২৫

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল-ভূঞাপুর সড়কে কালিহাতী উপজেলার যদুরপাড়া নামকস্থানে সোমবার(২৪ জানুয়ারি) হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৫ জন আহত হয়েছেন। ভূঞাপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, বুড়িমারি থেকে হানিফ পরিবহনের একটি বাস(ঢাকা মেট্রো ব-১৫-০২৪২) ঢাকার দিকে যাচ্ছিল। সোমবার ভোরে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজার পর মহাসড়কে যানজট থাকায় বাসটি ভূঞাপুর উপজেলা সদর হয়ে ঢাকার দিকে রওয়ানা দেয়।

টাঙ্গাইল-ভূঞাপুর সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটি যদুরপাড়া নামকস্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদ পেরিয়ে পুকুরে পড়ে যায়। এতে বাসে থাকা ২৫ যাত্রী আটকা পড়ে।

পরে খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ১৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গুরুতর আহতাবস্থায় ৮জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno