আজ- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  রাত ৮:৪৫

টাঙ্গাইল শহরে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকায় শাহ আলম(৪৫) নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

বুধবার (৮ এপ্রিল) রাত নয়টার দিকে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। শাহ আলম পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মিয়ার ছেলে। এ ঘটনায় ওই বাড়িসহ আমপাশের পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে।

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে শাহ আলম সর্দি ও শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। বুধবার রাত ৮ টার দিকে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে তার পরিবারের লোকজন প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এর আগে বুধবার দুপুরে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।

পৌরসভার ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন জানান, শাহ আলম বিগত পাঁচ বছর আগে মালয়েশিয়া থেকে দেশে এসেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত ছিলেন। ২০১৮ সালে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। বর্তমানেও তিনি বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের কমিটির মাধ্যমে তার মরদেহ দাফন করা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno