আজ- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৯:১৯

টোলপ্লাজা বন্ধ থাকায় বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে যানজট

 

দৃষ্টি নিউজ:

ঘন কুয়াশার কারণে টোল প্লাজা বন্ধ থাকায় বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে মঙ্গলবার(২৮ জানুয়ারি) সকালে তীব্র যানজটের সৃষ্টি হয়। সেতুর পূর্বপাড় থেকে দক্ষিণে এলেঙ্গা ও সেতুর পশ্চিমপাড় থেকে পশ্চিমে কড্ডার মোড় পর্যন্ত ২৫ কিলোমিটার দীর্ঘ যানজটের দেখা দেয়।

মঙ্গলবার ভোর চারটা থেকে সকাল ৭ টা পর্যন্ত তিন ঘণ্টা টোল প্লাজা বন্ধ রাখায় এ যানজটের সৃষ্টি হয়।
পরবর্তীতে সেতুর একটি লেন খুলে দেয়া হলে মহাসড়কে ধীরগতিতে যানচলাচল শুরু করে। ঘন কুয়াশার কারণে কয়েকদিন আগে সেতুর ওপর বেশ কয়েকটি দুর্ঘটনায় প্রাণহানী ঘটায় সেতু কর্তৃপক্ষ এ পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা যায়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আয়বুর রহমান জানান, দুর্ঘটনা এড়াতে ঘন কুয়াশার কারণে টোলপ্লাজা বন্ধ রাখায় এ যানজটের সৃষ্টি হয়। টোলপ্লাজা খুলে দেয়ায় সড়ক দিয়ে ধীরগতিতে যানচলাচল শুরু করে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno