আজ- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  রাত ৩:০৪

ট্রাক ভর্তি অবৈধ কাঠসহ তিন পাচারকারী গ্রেপ্তার

 

দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর থেকে শুক্রবার(৪ ফেব্রুয়ারি) বিপুল পরিমাণ অবৈধ মূল্যবান কাঠসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে বন বিভাগের চেকপোস্টের সদস্যরা।


গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- টাঙ্গাইলের বাসাইল উপজেলা সদরের পূর্বপাড়া এলাকার আবু বক্করের ছেলে ট্রাক চালক মোরশেদ, বগুড়া জেলার জয়নালের ছেলে ট্রাক চালকের সহকারী ইউসুফ এবং বাসাইল উপজেলার সোনারচর গ্রামের ফজলের ছেলে ট্রাক মালিক আব্দুল মান্নান। এ সময় ট্রাক থেকে ২১৪.৬০ ঘনফুট মূল্যবান কাঠ জব্দ করা হয়।


টাঙ্গাইল বন বিভাগের সদর উপজেলার রসুলপুর চেকপোস্টের স্টেশন অফিসার সোলায়মান হোসেন জানান, মহাসড়ক দিয়ে কাঠ ভর্তি একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল।

সন্দেহজনক হওয়ায় ট্রাকটি থামানোর সিগনাল দিলে না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পিছু ধাওয়া করে রসুলপুর থেকে ট্রাকভর্তি অবৈধ কাঠ সহ তিনজনকে আটক করা হয়।

তাদের কাছে বৈধ কাগগপত্র পাওয়া যায় নি। ট্রাক ও কাঠ জব্দ করে বন বিভাগে রাখা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নামে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno