আজ- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ১১:৫০

‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ বিষয়ে সেমিনার

 

দৃষ্টি নিউজ:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী(মুজিব বর্ষ) উপলক্ষে ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে টেকসই ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক সেমিনার বুধবার(৪ মার্চ) টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যৌথ আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বজলুর রশিদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা সব্র্রত কুমার সিকদার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি প্রমুখ।

সেমিনারে ইউনিয়ন ডিজিটাল সেণ্টারের উদ্যোক্তা, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno