আজ- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৩:৫৬

তিন দিনব্যাপী পঞ্চম বাংলা কবিতা উৎসব ও বইমেলা সমাপ্ত

 

দৃষ্টি নিউজ:

বাংলাদেশ ও ভারতের পাঁচ শতাধিক কবিদের কবিতা পাঠ, কবি আড্ডা, আলোচনা সভা, পুরস্কার বিতরণের মধ্য দিয়ে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে তিন দিনব্যাপী পঞ্চম বাংলা কবিতা উৎসব ও বইমেলা সমাপ্ত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খানের সভাপতিত্বে ও টাঙ্গাইল সাধারন গ্রন্থাগারের সদস্য সচিব কবি মাহমুদ কামালের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক সচিব ও সাবেক রাষ্ট্রদূত আনোয়ার উল আলম শহীদ।

টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার পঞ্চমবারের মতো বাংলা কবিতা উৎসব ও বইমেলার আয়োজন করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী(মুজিব বর্ষ) উপলক্ষে এবারের আয়োজন ছিল অন্যবারের চেয়ে আরো বর্ণাঢ্য।

মঙ্গলবার (৩ মার্চ) থেকে এ উৎসব শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno