আজ- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  বিকাল ৪:৩০

ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। টাঙ্গাইল মার্কাস মসজিদ ঈদগাঁ মাঠে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয় রোববার(১০ জুলাই) সকাল সাড়ে ৭টায়।

দ্বিতীয় নামাজ ৮ টায় এবং ঈদুল আজহার তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। ঈদের জামাতে জেলার বুজুর্গ ইসলামী চিন্তাবিদরা খুতবায় কোরবানির তাৎপর্য তুলে ধরেন।


সকাল সাড়ে ৭টায় মার্কাস মসজিদ ঈদগাঁ মাঠে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাতে জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক সহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।


এছাড়া জেলার ১২টি উপজেলার স্ব স্ব কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ সহ বিভিন্ন মসজিদ ও গোরস্থান মাঠে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।


ঈদের জামাত শেষে করোনামুক্ত পৃথিবী, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে ছোটবড়, ধনী-দরিদ্র, কালো-ফর্সার সকল ভেদাভেদ ভুলে যান।


পরে ঈদুল আজহার প্রধান অনুসর্গ বা ধর্মীয় দৃষ্টিতে অন্যমত সালাত(ওয়াজিব) পশু কোরবানি করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno