আজ- ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  সন্ধ্যা ৬:২৮

দুই কোটি গাছ লাগাবে বন্ধু ফাউন্ডেশন

 

দৃষ্টি নিউজ:

পরিবেশের ভারসাম্য রক্ষায় সারাদেশে দুই কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন।

রোববার(৫ নভেম্বর) দুপুরে বন্ধু ফাউন্ডেশন আয়োজিত ‘সামাজিক বনায়নের মাধ্যমে জনগোষ্ঠীসমূহের উন্নয়ন’ বিষয়ক সভায় এ তথ্য উপস্থাপন করেন, বন্ধু ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার ডক্টর ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান। গত ছয় মাস যাবৎ ওই গাছ লাগানো কর্মসূচি চলছে বলে জানান আয়োজকরা।


বন্ধু ফাউন্ডেশনের করটিয়া খাকজানা বন্ধু প্রশিক্ষণে অয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী। বিশেষ অতিথি ছিলেন- করটিয়া ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু।

করটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে খাকজানা গ্রামের মনির সহ ইউনিয়নের পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য, ইমাম, পুরোহিত, স্কুল শিক্ষকরা উপস্থিত ছিলেন।


সভায় জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা তুলে ধরে সামাজিক ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ গ্রহণের কথা জানান বক্তারা।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno