আজ- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৪:১৪

দুই শিশুকে বলাৎকারের অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ঘাটাইল পৌর এলাকার পশ্চিমপাড়া শ্যামলী (গরুর হাট) এলাকার আল এহসান নূরানী ও হেফজ মাদ্রাসায় দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার দুই শিক্ষককে আটক করেছে পুলিশ।

বলাৎকারের শিকার দুই শিক্ষার্থী ঘাটাইলের পশ্চিমপাড়ার আল এহসান নূরানী মাদরাসার হেফজ খানার ছাত্র।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত মাদ্রাসার শিক্ষকরা হলেন, গোপালপুর উপজেলার শরিফপুর গ্রামের হেকম আলীর ছেলে রমিজুল (২২) ও ভূঞাপুর উপজেলার নিকরাইল গ্রামের মৃত তারা মিয়ার ছেলে খায়রুল (২২)। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে ঘাটাইল পৌর এলাকার পশ্চিমপাড়াা মাদরাসার হেফজ খানায় দুই শিক্ষার্থীকে মাদ্রাসার দুই শিক্ষক রমিজুল ও খায়রুল বলাৎকার করেন।

বিষয়টি তারা বাবা-মাকে জানালে তারা পুলিশে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ মাদ্রাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুই শিক্ষককে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে (৯ক ধারায়) মামলা দায়ের করেন।

বলাৎকারের শিকার এক ছাত্রের অভিভাবক জানান, ঘটনার শিকার তার ছেলে ভয়ে মাদ্রাসা থেকে পালিয়ে নানার বাসায় আশ্রয় নেয়। খবর পেয়ে তিনি ও তার স্ত্রী সেখানে যান।

কারণ জানতে চাইলে ছেলে আর মাদ্রাসায় যাবেনা বলে জানায়। সে জানায়, হুজুর তার সাথে খারাপ কাজ করেছে। তাকে মাদ্রাসায় পাঠালে ছাদ থেকে লাফ দিয়ে মরে যাবে বলে প্রকাশ করে।

সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান বলেন, বলাৎকারের শিকার শিশুরা নির্যাতনের বিষয়টি পরিবারকে জানালে পরিবার থানায় অভিযোগ দেন।

পরে মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষক রমিজুল ও খায়রুলকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno