আজ- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  রাত ৩:৪৫

দেলদুয়ারে করোনা ভাইরাস পরীক্ষার জন্য তিন ব্যক্তির নমুনা সংগ্রহ

 

দেলদুয়ার সংবাদদাতা:

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য বুধবার(৮ এপ্রিল) স্থানীয় তিন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

তারা হচ্ছেন, দেলদুয়ার উপজেলার নলুয়া গ্রামের আব্দুল ছামাদ, গড়াসিন গ্রামের তাউসিন মিয়া এবং এলাসিন গ্রামের জাকির হোসেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার প্রতিটি ওয়ার্ডে কমিটি করে দেওয়া হয়েছে। ওই কমিটির সদস্যরা কোন ব্যক্তির মধ্যে করোনা ভাইরাসের যেকোন লক্ষণ দেখা গেলে সাথে সাথে স্বাস্থ্য বিভাগে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা স্বস্থ্য বিভাগের ওয়ার্ড কমিটির মাধ্যমে বিভিন্ন গ্রামের তিন ব্যক্তির করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।

দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া বলেন, দেলদুয়ার উপজেলায় লক্ষণ অনুযায়ী পরীক্ষার জন্য তিন ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল এলে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno