আজ- ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  সন্ধ্যা ৬:২৪

ধর্মঘট বাড়ছে না, ভোর থেকে যানচলাচল শুরু

 

দৃষ্টি নিউজ:


সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে পরিবহন শ্রমিকদের ডাকা টানা ৪৮ ঘণ্টার ধর্মঘট আর বাড়ছে না। মঙ্গলবার (৩০ অক্টোবর) ভোর থেকে সারাদেশে যানচলাচল শুরু হবে। সোমবার (২৯ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী গণমাধ্যমকে বলেন, আমরা আপাতত ধর্মঘট বাড়াচ্ছি না। মঙ্গলবার ভোর ৬টা থেকে আমাদের ধর্মঘট শেষ হচ্ছে। এরপর সারা দেশে সব ধরনের পরিবহন চলবে। তিনি বলেন, আগামী ২১ দিন সময় দিয়ে আবার ৯৬ ঘণ্টার ধর্মঘট কর্মসূচি ঠিক করেছি। সেটা সকলকে জানিয়ে দেয়া হবে।
প্রসঙ্গত, শনিবার (২৭ অক্টোবর) পরিবহনশ্রমিকরা আট দফা দাবিতে এই পরিবহন ধর্মঘট আহ্বান করেন। রোববার সকাল ছয়টা থেকে শুরু হয় এই ধর্মঘট। শ্রমিকদের আট দফা দাবি হচ্ছে, সড়ক দুর্ঘটনার সব মামলা জামিনযোগ্য করা, দুর্ঘটনায় চালকের পাঁচ লাখ টাকা জরিমানার বিধান বাতিল, চালকের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণির পরিবর্তে পঞ্চম শ্রেণি পর্যন্ত করা, ৩০২ ধারার মামলার তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখা, পুলিশি হয়রানি বন্ধ, ওয়ে স্কেলে জরিমানা কমানো ও শাস্তি বাতিল এবং গাড়ি নিবন্ধনের সময় শ্রমিক ফেডারেশন প্রতিনিধির প্রত্যয়ন বাধ্যতামূলক করা।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno