আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  বিকাল ৫:১৯

ধর্ষণের শিকার তিন ছাত্রীকে স্কুল থেকে টিসি প্রদান!

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ঘাটাইলে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার সেই তিন ছাত্রীকে বিদ্যালয় থেকে টিসি দিয়ে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ ওঠেছে। ওই তিন শিক্ষার্থী নিয়মিত ক্লাস করার জন্য প্রধান শিক্ষককের কাছে লিখিতভাবে অনুরোধ জানালেও তাদেরকে অনুমতি দেয়া হয়নি। ফলে নির্যাতিতা স্কুল ছাত্রী ও তাদের অভিভাবকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।

দীর্ঘদিন পর নির্যাতিতা ওই কিশোরীরা স্কুলে গেলে প্রধান শিক্ষক তাদের আর এই স্কুলে রাখা হবে না বলে টিসি দিয়ে বের করে দেন। বার বার অনুরোধ করার পরেও তাদের কথায় কর্ণপাত করেননি প্রধান শিক্ষক বুলবুলি বেগম।

এ বিষয়ে প্রধান শিক্ষক বুলবুলি বেগম বলেন, ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে প্রথমে একজনকে এবং অপর দুই মেয়ে তাদের ইচ্ছায় টিসি নিয়েছে। ওরা যদি আবার এ স্কুলে পড়তে চায়, সে ক্ষেত্রে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে তাদের আবার স্কুলে ভর্তি করে নেয়া হবে।

ঘাটাইল এসই বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ঘাটাইল উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম লেবু বলেন, মেয়েগুলোর বিষয়ে অনেক অভিভাবক অভিযোগ জানিয়েছে। ওরা যদি স্কুলে আসে ওই অভিভাবকরা তাদের মেয়েদের এ স্কুলে আর রাখবেন না। তাই তাদের টিসি দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার বলেন, তারা কেন শিক্ষার আলো থেকে বিতাড়িত হবে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি ঘাটাইল এসই বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান ছিল। বিকালে চার বান্ধবী ও দুই বন্ধু মিলে পাহাড়ী এলাকায় বনের ভেতরে বেড়াতে যায়। কিশোরীরা বনের গভীরে ঢুকতেই ১০-১২ বখাটে এক বান্ধবী ও দুই বন্ধুকে গাছের সঙ্গে বেঁধে অপর তিন জনকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে পুলিশ সেখান থেকে তাদের উদ্ধার করে।

সোমবার (২৭ জানুয়ারি) ধর্ষিত তিনজনের মধ্যে এক ছাত্রীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে আদালতে প্রেরণ করলে আটককৃতদের চারজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। অন্যদিকে ১২২ ধারায় তিন কিশোরীর জবানবন্দিও রেকর্ড করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno