আজ- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৪:৩৪

ধলেশ্বরী নদীতে বাংলা ড্রেজার চালানোয় শ্রমিকের কারাদণ্ড

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ধলেশ্বরী নদীর সদর উপজেলার মাহমুদনগর ইউনিনের ধীতপুর গ্রামের অংশে অবৈধ বাংলা ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দায়ে মো. লিয়াকত আলী নামে এক শ্রমিককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত বুধবার(১৪ এপ্রিল) ওই রায় দেন। দণ্ডপ্রাপ্ত লিয়াকত আলী দেলদুয়ার উপজেলার বেতরাইল গ্রামের রুহুল আমিনের ছেলে।

দণ্ডপ্রাপ্ত মো. লিয়াকত আলী জানান, তিনি বাংলা ড্রেজার মেশিনে দিনমজুরি করেন। কাউকে না পাওয়ায় তাকে গ্রেপ্তার করে দণ্ড দেওয়া হয়েছে।

সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমান আদালতের ওই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধ বাংলা ড্রেজার বসিয়ে ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno